ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পিস্তল-গুলিসহ অনলাইন জুয়াড়ি সোহাগ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
মেহেরপুরে পিস্তল-গুলিসহ অনলাইন জুয়াড়ি সোহাগ আটক

মেহেরপুর: মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলিসহ সোহাগ হোসেন (৩২) নামে এক অনলাইন জুয়াড়িকে আটক করা হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের পূর্বপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সোহাগ হোসেন একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
 
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিন রিফাতের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালায়। সোহাগকে আটক করার পর তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি মোবাইল ফোন, নয়টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পূর্বপাড়া মাঠ থেকে পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোহাগ হোসেনের নামে অনলাইনে জুয়া খেলার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পিস্তলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।