ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ফরিদপুরে পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল জব্দ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তালমা বাজার থেকে ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়  মহিলা রোড এলাকা থেকে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ চালগুলো জব্দ করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশ্যে উপজেলার তালমা বাজার থেকে মহিলা রোড বাজারে নিয়ে যাওয়ার পথে সরকারি চাল দেখে স্থানীয় লোকজন আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় চালের বস্তাগুলো জব্দ করেন।  

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাচারের সময় ৩০ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো তালমা বাজারের ডিলার রাফেজা বেগমের বলে জানতে পেরেছি।  

এ ব্যাপারে নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।