ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিগত সময় থেকে বর্তমানে গণমাধ্যম পরিস্থিতির উন্নয়ন হয়েছে: তথ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
বিগত সময় থেকে বর্তমানে গণমাধ্যম পরিস্থিতির উন্নয়ন হয়েছে: তথ্য উপদেষ্টা

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে বর্তমানে গণমাধ্যম পরিস্থিতির উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।  

মঙ্গলবার (১২ নভেম্বর ) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, গত তিনমাসে দেশের গণমাধ্যমের অবস্থা কেমন ছিল, গণমাধ্যমের অবস্থান কতটুকু পরিবর্তন হল, গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু নিশ্চিত হল, কী কী চ্যালেঞ্জ আছে, যেগুলো আমরা সামনের দিনে মোকাবিলা করতে পারি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। গত তিনমাসের বিষয়ে সকলেই সন্তোষ জানিয়েছে যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে। তারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে পারছেন।  

তথ্য উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যেরকম একটি নিয়ন্ত্রিত গণমাধ্যম ব্যাবস্থা ছিল এবং নানান সংস্থা থেকে নানানভাবে তাদেরকে ফোন করে হেনস্তা করা হতো। সংবাদগুলোকে পক্ষপাতীত্ব করানো হতো সেই জিনিস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে হবে না বলে প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলাম।  

তিনি বলেন, সকলে যেটা বলেছেন এই স্বাধীনতা কিভাবে টেকসই হতে পারে। যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পর যেকোনো সরকার আসলেও যাতে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারি। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে।

তিনি আরও বলেন, জুলাই স্মৃতিকে কিভাবে আমরা জনস্মৃতিতে ধারণ করতে পারি। আন্দোলনের স্পিরিট, শহীদ এবং আহতদের ত্যাগকে মনে করিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

বিগত সরকারের দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি অপশাসন, দুর্নীতি, ঘুম খুন, হয়েছে, তার নানা তথ্য হয়তো আপনাদের কাছে আছে। সেটি হয়তো সেসময় প্রচার করা সম্ভব হয়নি। এখন হয়ত সেই সময় এসেছে। সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তাদের বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া চলমান।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।