ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাস্কফোর্স অভিযানে জাফলংয়ে ৫০ ড্রাম ট্রাক ৫০০ নৌকা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
টাস্কফোর্স অভিযানে জাফলংয়ে ৫০ ড্রাম ট্রাক ৫০০ নৌকা আটক

সিলেট: জাফলংয়ে বালু-পাথর উত্তোলনকালে ৫০টি ড্রামট্রাক ও ৫০০ বারকি নৌকা ভর্তি বালু পাথর আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বল্লাঘাট, লাখেরপাড়, জুমপাড়, কান্দুবস্তি, নয়াবস্তি ইসিএভুক্ত এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ।

অভিযানে ৫টি যানবাহন ( ড্রাম ট্রাক, পেলোডার, ট্রাক) এবং ৫শ’ বারকি নৌকা জব্দ করা হয়। এসময় ইসিএভুক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুমপাড়, কান্দুবস্তি, নয়াবস্তি এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু এবং ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে দুটি স্থানে ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ মোতায়েন করা হচ্ছে।

জব্দকৃত পরিবহনগুলোর (ড্রাম ট্রাক, ট্রাক ও পেলোডার) বিপুল পরিমাণ পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা শ্রমিক জড়ো হয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

পরিবহনগুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মো. ইয়াসিন টাস্কফোর্সের ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দেন। যাতে পরিবহন-মালিক শ্রমিকেরা গোয়াইনঘাটে ইসিএভুক্ত এলাকায় বালু-পাথর অবৈধভাবে উত্তোলনে যুক্ত থাকবে না অঙ্গীকার করেন।

এছাড়া নদী তীরবর্তী ইসিএভুক্ত এলাকায় অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী ক্র‍্যাশার মিল পরিদর্শন করেন। এসময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশি পাথর পায় অভিযানিক দল। অভিযানের সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে।

অভিযানে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম,  গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এনইউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।