ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্রুত স্মার্টকার্ড বিতরণ শেষ করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
দ্রুত স্মার্টকার্ড বিতরণ শেষ করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

ঢাকা: মাঠ কর্মকর্তাদের দ্রুত স্মার্টকার্ড বিতরণ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বিতরণ শুরু হয়নি এমন উপজেলাতেও কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে।

ইসি সচিব শফিউল আজিম সম্প্রতি নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক ও সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, মাঠ কার্যালয়ে সংরক্ষিত অবিতরণকৃত স্মার্টকার্ড দ্রুত বিতরণের উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজনে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে হলেও উদ্বোধন করে বিতরণের ব্যবস্থা করতে হবে।

জানাগেছে, সারাদেশে ৩৫৭টি উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বর্তমানে ১৮টি উপজেলায়/থানা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে। এছাড়া ২৩টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।