ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ির গাছের ডালে ঝুলছিল জামাতার মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শ্বশুরবাড়ির গাছের ডালে ঝুলছিল জামাতার মরদেহ

সিলেট: সিলেটে সীমান্তবর্তী কানাইঘাটে শ্বশুরবাড়িতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জুবায়ের আহমদ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল সরুফৌদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জুবায়ের আহমদ পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুল বারীর ছেলে।

স্থানীয়রা জানান, আনুমানিক তিন বছর আগে জুবায়ের আহমদ দ্বিতীয় বিয়ে করেন কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামে। ওই গ্রামের হুসেন আহমদের মেয়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে ওই গ্রামেই বসবাস করতেন।

বুধবার ফজরের নামাজের অজু করতে গেলে জুবায়েরের শাশুড়ি একটি গাছের ডালের সঙ্গে মেয়ের জামাতার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মরদেহের একাংশ একটি ডালের সঙ্গে লাগানো ছিল। তবে ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টায় রয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।