ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
মাদারীপুরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ঘরের আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এরপর ওই বাড়ির আরেক ফ্যাটের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে ডাকাতদলের সদস্যরা। এ সময় ২টি মোবাইল মোবাইল নিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন টের পেলে তারা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী কেয়া আক্তার বলেন, জানালার গ্রিল কেটে ডাকাতদল আমাদের ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। পরে আমাকে জিম্মি করে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায়ও প্রবেশ করে। তবে লোকজন টের পেলে ডাকাতদল পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।