ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
মেহেরপুরে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮

মেহেরপুর: মেহেরপুরে আন্তঃজেলা দস্যু ও চোর চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার সময় মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার মেহেরপুর জেলা শহর, গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব দস্যুদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত পাখিভ্যান, একটি আলগামন জব্দ করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ফকির মণ্ডলের ছেলে দস্যু সর্দার নাজির আহমেদ (৫০), মেহেরপুর সদর উপজেলার রায়নগর গ্রামের (কাজিপুরপাড়া) এলাকার আব্দুল হাকিমের ছেলে দস্যু সদস্য সাহেব আলী (৪৫), নওয়াপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে দস্যু বেল্টু ওরফে ফারুক হোসেন (৩৪), চোরাই মটরসাইকেল কেনা-বেচা চোর চক্রের সদস্য কাজিপুর হাজিপাড়া এলাকার সাবেক সেনা সদস্য নুর হোসেন ওরফে নুরু মিলিটারির ছেলে সাবেক ইউপি সদস্য লিটন হোসেন (৪২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার রেজাউল হকের ছেলে পারভেজ আহম্মেদ পল্টু (৪৭), একই গ্রামের মৃত্যু আশরাফ আলীর ছেলে ব্যাটারিচালিত পাখিভ্যান চোরাই চক্রের সদস্য দেলোয়ার হোসেন (৪৫) ও ইজিবাইক চোর চক্রের দুই সদস্য ঝিনাইদহ জেলার কাঞ্চননগর গ্রামের সুমন চোধুরী (৩৫) ও একই জেলার খাজুরা গ্রামের নাজমুল মীর (৪০)। এদের মধ্যে দস্যু সর্দার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার সময় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর রাস্তার সংযোগস্থলে কয়েকজনের একটি দস্যুদল পথচারীর গতিরোধ করে একটি অ্যাপাচি মোটরসাইকেল ছিনতাই করে। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। এ ঘটনায় মেহেরপুর সদর, গাংনী থানা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দল তথ্য প্রযুক্তির ব্যবহার করে এসব দস্যুদের নাম ঠিকানা শনাক্ত করে অভিযান চালান।

এর আগে চলতি মাসের ৬ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএমের নেতৃত্বে সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলাপাড়া এলাকার ডাকাত দলের সর্দার মো. আলতাফ মণ্ডল (৫৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের ডাকাত সর্দার রমজান আলী ও ডাকাতদলের অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মো. আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম জানান, চুরি ডাকাতিসহ অপরাধ প্রবনাতা রোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে হবে। এক্ষেত্রে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।