ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে কলেজছাত্র তান‌ভীর হত‌্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
রাজবাড়ীতে কলেজছাত্র তান‌ভীর হত‌্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী: রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ ‌নেতা ও ডা. আবুল হো‌সেন কলেজের ছাত্র তান‌ভী‌র শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছেন সহপা‌ঠীরা।

বন্ধুমহল ও সহপা‌ঠীদের ব‌্যানা‌রে শনিবার (১৬ নভেম্বর) সকা‌লে রাজবাড়ী সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের সাম‌নে এ মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়।

 

এসময় বক্তারা ব‌লেন, গত মঙ্গলবার রা‌তে শহ‌রের বি‌নোদপুর এলাকা থে‌কে ক‌য়েকজন দুবৃর্ত্ত তা‌কে ছু‌রিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। সেখান থে‌কে ফ‌রিদপুর মে‌ডি‌কে‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বক্তারা আরও ব‌লেন, ৪৮ ঘণ্টা সময় দেওয়ার প‌রেও  প্রশাসন কোনো পদ‌ক্ষে‌প নি‌তে পা‌রেনি। এমন প্রশাসনের প্রয়োজন নেই ব‌লেও জানান বক্তারা। দ্রুত তানভী‌রের হত‌্যাকা‌রীদের আইনের আওতায় না আন‌লে ক‌ঠোর আন্দোলনে যাবেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।