ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে সেতুতে মিলল চালকের গলাকাটা মরদেহ, অটোরিকশা ছিনতাই 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
সুনামগঞ্জে সেতুতে মিলল চালকের গলাকাটা মরদেহ, অটোরিকশা ছিনতাই 

সিলেট: সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুতে সুজিত দাস নামে সিএনজিচালিত অটোরিকশার এক  চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় সেতুতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

সুজিত দাস উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,  উপজেলার রাণীগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে বিকেল ৪টায় সুজিত যাত্রী নিয়ে সৈয়দপুর এলাকার উদ্দেশে যান। রাত ৯টার দিকে রাণীগঞ্জ সেতুতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মখলিছুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালানো হচ্ছে।  

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।