ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকনগরে মাদকসহ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
মানিকনগরে মাদকসহ নারী আটক

ঢাকা: রাজধানীর মানিকনগরে বিপুল পরিমাণ মাদকসহ তানিয়া আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

রোববার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় উপ-পরিচালক মো. খুরশিদ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, অভিযান এখনো চলমান আছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে মানিকনগর এলাকার একটি বাড়ির তিনতলায় অভিযান চালিয়ে বাড়ির ভেতরে কৌশলে রাখা গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী তানিয়াকে আটক করা হয়। গাঁজার পরিমাণ আনুমানিক হবে পাঁচ কেজি ও উদ্ধার করা ফেনসিডিল সংখ্যা কত সেটার গণনা চলছে।  

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী তানিয়ার স্বামীও মাদক ব্যবসায় জড়িত। তিনি বর্তমানে দেশের বাইরে আছে। তবে মাদকগুলো ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল যা আমাদের বের করতে বেগ পেতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।