ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ১

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ারের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (২৪) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন।  

রোববার (১৭ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন সাব্বির মিস্ত্রি। কাজের একপর্যায় হঠাৎ টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে সাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল-মামুন জানান, সাব্বিরের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।