ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের প্রধান বদরুদ্দোজা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের প্রধান বদরুদ্দোজা গ্রেপ্তার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অপহরণ চক্রের প্রধান বদরুদ্দোজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৭ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, বদরুদ্দোজা কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রাম দা এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার দুপুরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বদরুজ খুবই ধূর্ত প্রকৃতির এবং ভয়ংকর। সে ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে। জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করেন, অপহরণ কাজে ব্যবহারের জন্য অস্ত্র মজুদ রাখা হতো ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তুপের নিচে। পরে পুলিশ বাহারছড়ার লাকড়ির স্তূপ থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

এর আগেও বদরুজের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।