ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে খালের পানিতে ডুবে হালিমা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী গ্রামের বাড়ির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত হালিমা একই গ্রামের মো. ফারুক মুন্সীর মেয়ে।

এলাকাবাসী জানান, সকালে সবার অগোচরে হালিমা বাড়ির পাশে হাঁটতে হাঁটতে খালে পড়ে ডুবে যায় হালিমা। পরে বাড়িতে মেয়েকে না দেখে মাসহ স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী খালের পানিতে হালিমার মরদেহ ভেসে থাকতে দেখতে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।