ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্ত্রী-কন্যাকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
স্ত্রী-কন্যাকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকা: ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ স্ত্রী ও কন্যাকে নিয়ে রিকশা চালিয়েছেন। তিনি মজা করে রিকশা চালিয়ে সেই ভিডিও পোস্ট করেছেন নিজের ফেসবুকে।

ভিডিওটি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

পাকিস্তান হাইকমিশনারের পোস্ট করা ভিডিও চিত্রে দেখা যায়, রাজধানীর  লা মেরিডিয়ান হোটেলের ১৪ তলায় একটি রিকশা চালাচ্ছেন। আর সেই রিকশায় রয়েছেন তার স্ত্রী ও কন্যা।

ভিডিও পোস্টে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার  সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘কোথায় যাবে, মিস?  লা মেরেডিয়ানের ১৪  তলায় রিকশা টানা। জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে রিকশা টানা সত্যিই খুব কঠিন। রিকশাচালকদের প্রতি গভীর শ্রদ্ধা। স্যালুট। ’

১৪ নভেম্বর এই পোস্ট প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের  অনেকেই পাকিস্তানের হাইকমিশনারের প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়:  ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৭,  ২০২৪
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।