ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলামকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম।

এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২। পরে গ্রেপ্তার মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে করছিলেন। এসময় ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।  

এই ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।