চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় এই উপজেলা কৃষকরা আমন আবাদে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই ক্ষতি পোষাতে সরকার পুনর্বাসন কর্মসূচির আওতায় সার ও বীজ দেওয়া হচ্ছে। আশা করছি আপনারা কৃষি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে বোরো আবাদের মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আমাদের মনে রাখতে হবে কৃষিই আমাদের প্রধান অর্থকরী ফসল। আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই উপজেলার বোরো আবাদে বাম্পার ফলন করা সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৬৬০০ জন কৃষককে বোরো ধানের উফশী জাতের ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার এবং ৩২০০ জন কৃষককে বোরো ধানের হাইব্রিড জাতের ২ কেজি করে বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এসএম