ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপি, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপি, লাখ টাকা জরিমানা

কুমিল্লা: কুমিল্লা নগরীর চকবাজার ও শহরতলীর আলেখারচরে পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

 

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশন ও আলেখারচরের নাইমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রলে ৩৪০ মিলি কম দিয়েছে। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া নাইমুল ফিলিং স্টেশন একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০৭ মিলি এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলি তেল কম দিয়েছে। এ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।