ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

সিলেট: সিলেটে পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে তারা আটক হন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ৯ এর পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের দুই নেতার আটকের খবর জানানো হয়।

তারা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি ও বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান নিরব (২৫), এয়ারপোর্ট থানার সহ সাংগঠনিক সম্পাদক ও এয়ারপোর্ট কাকুয়ারপাড়ের পরিমল দেবনাথের ছেলে মিঠুন দেবনাথ (২৪)।

এ ছাড়া নগরের মধুশহীদ এলাকা থেকে পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‌্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার সকালে নগরের দরগাহ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এনইউ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।