ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩ নভেম্বর

রাঙামাটি: সাফজয়ী পাহাড়ের তিন নারী ফুটবলার ঋতু-রূপনা ও মনিকাদের রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হবে।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, গর্বিত এসব খেলোয়াড়দের সংবর্ধনা দিতে আমরা প্রস্ততি সেরে নিয়েছি। ২৩ নভেম্বর সকালে তাদের ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ীদের নিয়ে যাত্রা শুরু করবে। প্রথম ট্রাকে গণমাধ্যমকর্মী, দ্বিতীয় ট্রাকে ঋতু, রূপনা, মনিকা এবং কয়েকজন রাঙামাটির সাবেক ফুটবলার এবং শেষ ট্রাকে পুলিশের ব্যান্ড পার্টি থাকবে।  

গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হবে।

তিনি আরও বলেন, এই আয়োজনকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। উক্ত সংবর্ধনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানাই।

প্রসঙ্গগত, টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে আনন্দে ভাসানো নারী ফুটবল দল ভাসছে পুরস্কারের জোয়ারে। বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন সংবর্ধনাও। দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফে ভবনে নেওয়া হয় ফুটবলারদের। সেখানে দলকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে এক কোটি টাকা পুরস্কার দেন এই মন্ত্রণালয়ের প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।