ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ: ঢাকার আশুলিয়া থানার অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফারুক হোসেন ওরফে ফালুকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

গ্রেপ্তার মো. ফারুক হোসেন ওরফে ফালু মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মৃত আদম আলীর ছেলে। এর আগে, আজ দুপুর ১টা ৫০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়,মানিকগঞ্জসহ আশপাশের জেলার সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করত সংঘবদ্ধ অপহরণ চক্র। ভিকটিম মো. জুয়েলের বাবা আব্দুল হাই আশুলিয়া থানার ভাদাইল এলাকায় একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী। তাদের মার্কেটের দোকান চুক্তিভিত্তিক ভাড়া নেওয়া সালামের সঙ্গে দোকান ভাড়ার চুক্তি নবায়ন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সালাম ও তার সহযোগী ফালু ও রুবেল এ বিরোধের জেরে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে ভাদাইল এলাকা থেকে সিএনজিতে তুলে জুয়েলকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরে আব্দুল হাই আশুলিয়া থানায় অপহরণ মামলা করেন, যা তদন্তে সত্য প্রমাণ হয়। পরবর্তী সময়ে আদালত ২০২৪ সালের ২ নভেম্বর আসামি ফালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ফালু একজন সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন পলাতক থাকা আসামি ফালুকে ধরতে র‌্যাবের দলটি আধুনিক তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তা নিয়ে অভিযান চালায়। অবশেষে মানিকগঞ্জের পশ্চিম দাশড়া এলাকায় অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক হোসেনকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।