ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বহন ও সেবনের অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় সময় তাদের কাছ থেকে তিন কেজি ৩০৩ গ্রাম গাঁজা, ৯৮৫ বোতল ফেনসিডিল, ১০১টি ইয়াবা ও ২৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।