ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেরি করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ফেরি করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় ফেরি করে গাঁজা বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টায় দক্ষিণ বাড্ডার শিমুলতলা থেকে তাদের গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াসিন শিকদার (২৭), মো. মাসুদ রানা (৩২) ও মো. সাইফুল ইসলাম ওরফে সানি (৩৪)। তাদের প্রত্যেকের কাছ থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযান ডিউটিকালীন বাড্ডা থানার টহলটিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায় কয়েকজন গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে ইয়াসিন, মাসুদ ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে গাঁজা বিক্রি করে আসছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার ইয়াসিনের নামে চারটি, মাসুদের নামে সাতটি ও সাইফুলের নামে পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।