ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ২৭৭ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নীলফামারীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ২৭৭ জনের বিরুদ্ধে মামলা রনচন্ডী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোকলেছুর রহমান বিমান

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।  

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পুলিশের উপপরিদর্শক (এসআই) জহরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোকলেছুর রহমান বিমান (৪২)। তিনি রনচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি, রনচন্ডী উত্তরপাড়ার আবুল কালামের ছেলে ও ১ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম (২৫), রনচন্ডী উত্তরপাড়া এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান (৪৫), রনচন্ডী বাজারপাড়া এলাকার বিশাদুর ছেলে লাভলু হোসেন মেম্বার ওরফে কলাই লাভলু (৪৮), একই এলাকার আবুল হোসেনের ছেলে মমিনুর রহমান (৪০), বাবু মিয়া, বাফলা গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে হাবিব ইসলাম (৪২), সোনাকুড়ি এলাকার কেড়ি মিয়ার ছেলে শিজু (৪০), রনচন্ডী দক্ষিণপাড়া এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মো. ফারজু (২৫), রনচন্ডী উত্তরপাড়া এলাকার মৃত কুদ্দুসের ছেলে সাহেব আলী (২৫), বাফলা মাছুয়া পাড়া এলাকার আফসার আলী বাদল (৬০) প্রমুখ।

মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যুবলীগের সভাপতি বিমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে যুবলীগ নেতা বিমানকে আটক করেন। তাকে আটক করে পুলিশের সিভিল মাইক্রোবাসে উঠার সময়ে আসামিরা দলবদ্ধ হয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময়ে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ইট পাটকেল দিয়ে পুলিশের সিভিল গাড়িটিতে ভাঙচুর করে এতে চারজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের জরুরি একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানকে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ওসি আশরাফুল ইসলাম বলেন, যুবলীগ নেতা বিমানকে আটক করে থানায় নিয়ে আসার সময়ে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের ইট পাটকেলের ঢিলে অভিযানে থাকা পুলিশের সিভিল গাড়িটি ভাঙচুরসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।