ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

৯ ঘণ্টা পর নিভলো ফার্মগেট মানসী প্লাজার আগুন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
৯ ঘণ্টা পর নিভলো ফার্মগেট মানসী প্লাজার আগুন 

ঢাকা: রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা ৭ তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।  

ফায়ার সার্ভিস থেকে বলছে, সেখানে আগুনের তীব্রতা তেমন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া ছিল।

এই কারণে সম্পূর্ণ আগুন নেভাতে সময় লেগেছে।

শনিবার (২৩ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ধাপে ধাপে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আগুন প্রথমে নিয়ন্ত্রণ করলেও সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তবে সেখানে আগুন এর তীব্রতা তেমন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া ছিল। এই ধোঁয়ার কারণে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সময় লেগেছে।  

আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এজেডএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।