ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের আশুলিয়া ছাত্র-জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। গুলিতে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হলে মামলা দায়ের করেন নিহতের পরিবার।

এই হত্যা মামলায় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) সকালে তাকে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।  

গ্রেপ্তার আকবর হোসেন মৃধা আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে। তিনি জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারনামীয় আসামি আকবর হোসেন মৃধা। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে এর আগেও জমিদখলসহ একাধিক মামলা ছিল।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন বাংলানিউজকে বলেন, অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আকবর মৃধা ছাত্র জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।