ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধ ব্যাটারি রিকশাচালকদের প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন ব্যাটারি রিকশাচালকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ব্যাটারিচালিত রিকশা-যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।  

এর ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন।

চালকরা জানিয়েছে, তারা কামরাঙ্গীরচর, সেকশন, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। টিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালকরা আসছেন।

আরও পড়ুন>>

>>> আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।