ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কবরস্থানের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
কবরস্থানের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে শাহী মহল্লা কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার শাহী মহল্লা কবরস্থান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও কবর খননকারী জানান, রাত একটার দিকে কবরস্থানের মাঝখানে একটি গাছে হাসানের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেয়। নিহত হাসান আহমেদ শাহীবাজার এলাকার বাবুল আহমেদের মেজ ছেলে।

বাবুল আহমেদ বলেন, দুই বছর আগে মেঘলা (২১) নামে ময়মনসিংহের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পালিয়ে গিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হয় হাসান। বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান নেই। বিয়ের কয়েক মাস পর থেকে তাদের দাম্পত্য জীবনে নানা বিষয়ে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে মেঘলা তার বাবার বাড়ি ময়মনসিংহে চলে যায়। এরপর আর হাসানের সঙ্গে মেঘলার বেশ কয়েক মাস যোগাযোগ ছিল না। তবে হাসান মেঘলাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।

রাতে মেঘলার সঙ্গে ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে হাসান আহমেদ শাহীমহল্লা কবরস্থানের গাছের সঙ্গে ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে স্ত্রীর সঙ্গে মনমালিন্য ও পারিবারিক কলহের কারণসহ নানা বিষয়ে যুবক হতাশগ্রস্ত ছিল। এ বিষয় আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।