ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না: ফরিদপুরে স্মরণসভায় বক্তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না: ফরিদপুরে স্মরণসভায় বক্তারা স্মরণসভা

ফরিদপুর: ফরিদপুর জেলা স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভার আয়োজন করা হয়েছে।  

রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে স্কুলটির অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়।

 

স্কুলটির সিনিয়র শিক্ষক ও স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- স্কুলটির শিক্ষার্থী জাওয়াদ আদনান, মো. জাবির প্রমুখ।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন- স্কুলটির শিক্ষক ফরজ আলী, মো. আলাউদ্দীন, রেজভী আলম মিয়া, শামীমা আক্তার, রাফিদুল হাসান, হুমায়ূন কবির, গোলাম মওলা, কাজী আব্দুল হক, মোফাজ্জেল হোসেন মোল্যা, মো. ইদ্রিস আলী, মো. মজিবুল হক, খালেদা আক্তার, শাহ নেওয়াজ, মো. আমিনুল হক, শেখ মো. ফজলে রাব্বী, গোলাম রোব্বানী, মো. ফিরোজ মিয়া, আব্দুর রহিম, আহসান হাবিব, মো. মাসুদ রানা, এইচ এম রফিকুল, নন্দন কুমার সাহা, রাজ কুমার বিশ্বাস, মো. মাসুম আলম, শিক্ষার্থী জাবির, জাওয়াদ আদনান প্রমুখ।

স্মরণসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।