ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ে কেএনএ’র আস্তানায় যা পাওয়া গেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
পাহাড়ে কেএনএ’র আস্তানায় যা পাওয়া গেল

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কুত্তাঝিরি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।  

রোববারের (২৪ নভেম্বর) ওই বিশেষ অভিযান পরিচালনার সময় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ’র) একটি গোপন আস্তানার সন্ধান মেলে।

 

সেখানে তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে করে কেএনএ’র সশস্ত্র সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।  

এ সময় সেনা সদস্যদের গুলিতে ৩ জন কেএনএ সন্ত্রাসী ঘটনাস্থলে নিহত হয় এবং কয়েকজন সন্ত্রাসী গহীন জঙ্গলে পালিয়ে যায়।  

পরবর্তীতে, ওই স্থানে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী কেএনএ সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি চাইনিজ রাইফেল, ২টি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ইউনিফর্ম, বেতারযন্ত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও ওষুধসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া কেএনএ সন্ত্রাসীদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।