ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
মাদারীপুরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন 

মাদারীপুর: মাদারীপুরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।  

ভারতীয় আগ্রাসনে সহায়তা করার অভিযোগ তুলে ছাত্র সমাজের ব্যানারে পত্রিকা দুটিতে আগুন দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হন মুসল্লিরা। পরে সেখানে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জেলা শহরের বিভিন্ন স্থান থেকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা সংগ্রহ ে করে আগুন ধরিয়ে দেন তারা।  

তাদের অভিযোগ, দেশের মাটিতে থেকে ভারতীয় দালাল হিসেবে কাজ করে প্রথম আলো ও ডেইলি স্টার।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে।  

সবাইকে এ দুটি পত্রিকা বয়কট করার আহ্বান জানান তারা।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আল জাবির হাইস্কুল জামে মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান কাসেমী, তার সহযোগী মুফতি এনায়েত।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, কয়েকজন মুসল্লি মাদারীপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন এমন খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই তারা সটকে পড়েন। যারা এমন প্রতিবাদ সমাবেশ করেছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।