ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ

রাজশাহী: রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। ‘আলেম ওলামা ও তাওহিদি জনতা, রাজশাহী’র ব্যানারে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান বিক্ষোভকারীরা। এ সময় তারা প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন।

এর আগে দুপুরে বিক্ষোভকারীরা মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন। প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তৌহিদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে আসেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে তাতে আগুন দেওয়া হয়।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, প্রথম আলো অফিসের সামনে থাকা একটি সাইনবোর্ড আন্দোলনকারীরা খুলে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২২০৪
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।