ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যক্তির পায়ে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যক্তির পায়ে গুলি

বরগুনা: বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সগির হোসেন (৩৪) নামে এক ব্যক্তির পায়ে গুলি করায় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী জাকির হোসেনকে (৪৫) পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড়পাড়ায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ সগির হোসেন ওই এলাকার আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।  

আর জাকির একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করেন। সগিরসহ এলাকার অনেকে জাকিরের মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছেন। সোমবার সকালে সগির তার ভাই কবিরকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি দোকানে চা খেতে যান। এসময় তাদের দেখে জাকির গালাগাল দেন। এর প্রতিবাদ করলে জাকির তাদের মারধরের একপর্যায়ে নিজের সঙ্গে থাকা নাইন এমএম পিস্তল দিয়ে সগিরের পায়ে পাঁচটি গুলি করেন। এতে সগির মাটিতে লুটিয়ে পড়েন এবং গুলির শব্দ শুনে স্থানীয় জনতা জাকিরকে অস্ত্রসহ ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশে গিয়ে আহত সগিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইমরান আলম বলেন, জাকিরের কাছে আরও অস্ত্র থাকতে পারে-এমন সন্দেহে যৌথ বাহিনী জাকিরের মাদকের আড্ডা খানায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।  

তিনি আরও বলেন, জাকির এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।