কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার আরও দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ালো।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুরে একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম, সাজু মিয়া, আল আমিন এবং হোসনেয়ারা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই যাত্রীর মৃত্যু হয়।
** বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ