লক্ষ্মীপুর: বিনা সুদে এক লাখ থেকে শুরু করে কোটি টাকা ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়োর চেষ্টা ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী সদর উপজেলার চর মনসা গ্রামের বাসিন্দা নজির উল্লাহর ছেলে মো. সেলিম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সোমবার (২৫ নভেম্বর) ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজনের উপস্থিতি দেখাতে গ্রামীণ সহজ-সরল লোকদের টার্গেট করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের দরিদ্র এলাকাগুলোকে টার্গেট করা হয়। দলের কিছু লোকজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে ঋণের প্রলোভন দিয়ে আসছিলেন তারা।
এ উপলক্ষে প্রতিজন থেকে এক হাজার টাকা করে নিয়ে তাদের প্রতিজনকে এক লাখ টাকা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা। এতেই সবাই রাজি হয়ে ঢাকায় রওনা হন বলে জানান। এমন পরিস্থিতিতে রোববার (২৬ নভেম্বর) রাতে কমলনগর উপজেলার করইতোলা বাজারে তিনটি যাত্রীবাহী বড় বাস এবং সাত মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।
এদিকে, রামগতি থেকে ২টি বাস জব্দ ও ৪২ জনকে ও সদর থানার ভবানীগঞ্জ এলাকা থেকে ২৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। কয়েকটি যানবাহন জব্দ করাসহ ও একাধিক লোককে আটক করা হয়।
এদিকে, অন্যান্য থানায় আটক ও জব্দের বিষয়টি তদন্তের স্বার্থ দেখিয়ে ঘটনা এড়িয়ে যান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক।
তিনি বলেন, ২৭ জন যাত্রীসহ জোনাকি পরিবহন নামীয় একটি বাস জব্দ করা হয়েছে। সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তারে করা হয়েছে, আরও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআরএস