ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কবির ইসলাম

নাটোর: নাটোরে হেরোইন বহনের দায়ে কবির ইসলাম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয়  আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত কবির ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ মণ্ডলপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে।  

নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওবায়দুল বারী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন খবর পেয়ে র‌্যাব-৫ এর সদস্যরা লালপুর উপজেলার তিলকপুর রবি মার্কেটের সামনে থেকে কবিরকে আটক করে। এ সময় তার পায়ের স্যান্ডেলের তলা কেটে বের করা হয় ২২০ গ্রাম হেরোইন। এ ঘটনায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. বুলবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়। ওই মামলার প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে বৃস্পতিবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।