ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাখাইনে বিমান হামলা-বোমা বিস্ফোরণ, টেকনাফে আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
রাখাইনে বিমান হামলা-বোমা বিস্ফোরণ, টেকনাফে আতঙ্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার ভয়াবহ বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা ও বোমা বিস্ফোরণের শব্দে এপারের মানুষের ঘরবাড়িও কেঁপে উঠেছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) ভোরেও এ রকম বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাখাইন রাজ্যের মংডু শহর ও দক্ষিণের এলাকাগুলোতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সম্ভাব্য লক্ষ্যবস্তুতে এসব হামলা চালাচ্ছে জান্তা সমর্থিত বাহিনী।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, মিয়ানমারে রাখাইনের চলমান পরিস্থিতিতে আমরা খুবই উদ্বিগ্ন। প্রতিনিয়ত রাতে ও ভোরে বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দে আমাদের বাড়িঘর তো কাঁপছে। ফলে আমাদের বাচ্চারা খুব আতঙ্কিত হচ্ছে। যখন বোমা বিস্ফোরণ হয় তখন বাচ্চারা ভয়ে আমাদের জড়িয়ে ধরে কান্নাকাটি করে। খুব ভয় হচ্ছে বাচ্চাদের জন্য।

সাবরাং নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাশিম বলেন, রাতে রাখাইনে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের শব্দে শুনেছি। এসময় রাখাইনের আকাশে বিমানের শব্দও শোনা যায়। ভোর পর্যন্ত এসব শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপেছে। এ ছাড়া দিনের বিভিন্ন সময়ে এ ধরনের বিকট শব্দ শোনা গেছে।  

সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার রাতে সীমান্তের লোকজন মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন। এসময় আকাশে বিমান ওড়ার শব্দও শোনা যায়। নাফনদের সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

রাখাইনের মংডু শহরে খোঁজ নিয়ে জানা গেছে, মংডু শহরের দক্ষিণের এলাকাগুলোর দখল নিতে চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা, মর্টার শেল হামলাসহ সব ধরনের আক্রমণ করে যাচ্ছে জান্তা সমর্থিত বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।