ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

দিনে জামিন পেয়ে রাতেই ভারত যাওয়ার পথে আটক ৪

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, নভেম্বর ৩০, ২০২৪
দিনে জামিন পেয়ে রাতেই ভারত যাওয়ার পথে আটক ৪

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে দুদিন আগে আট বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) পুলিশ তাদের আদালতে পাঠালে বিচারক দুই শিশু ও দুই নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারও তারা ভারতে যাওয়ার চেষ্টা করলে ফের তাদের আটক করেছে বিজিবি।

শনিবার (৩০ নভেম্বর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, শনিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই আটজনকে পুলিশ আদালতে তোলার পর বিচারক মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার সন্তান তালহাকে (২) জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের ফের আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
বিবিবি/আরএ                              

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।