ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ইটভাটা-ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আশুলিয়ায় ইটভাটা-ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

ঢাকা: সাভারের আশুলিয়ায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন, ব্যাটারি ফ্যাক্টরিতে লাইসেন্সহীন ব্যাটারি উৎপাদন করায় পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ভিন্ন তিনটি প্রতিষ্ঠানটি ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার মেসার্স হালাল ব্রিকস-২, মেসার্স এস.আর.এম ব্রিকস ও আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের চায়না কিনলং ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামে ব্যাটারি ফ্যাক্টরিতে অভিযান চালান আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় মেসার্স হালাল ব্রিকস-২, মেসার্স এস.আর.এম ব্রিকস অবৈধভাবে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন করে আসছিল। খবর পেয়ে বিকেলে এ দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৮ (১) ধারা মোতাবেক মেসার্স হালাল ব্রিকস-২ কে দুই লাখ ও মেসার্স এস.আর.এম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে চায়না কিনলং ইন্ডাস্ট্রিকে লাইসেন্স ছাড়া ব্যাটারি উৎপাদন ও মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।