ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে সিলেট সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে সিলেট সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি  আটকরা

সিলেট: ভারতে অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারত থেকে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তের ১২৭৯ মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

বি‌জি‌বি সিলেট ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), উপজেলার গিরিস নগরের কাজী লকুস মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সদর উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।

বিজিবির তথ্যমতে, বি‌জি‌বি ৪৮ ব‌্যাটা‌লিয়নের সংগ্রাম শ্রীপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ১২৭৯ মেইন পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তর থেকে পাঁচজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছে কিছুদিন আগে কাজের উদ্দেশে তারা ভারত গিয়েছিলেন।  

‌বি‌জি‌বি সিলেট ৪৮ ব‌্যাটা‌লিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হা‌ফিজুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।