ঝিনাইদহ: নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছবেদ আলী বাড়ির পাশের স্কুলে নাতিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে ছবেদ আলীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এসআই