ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাক উল্টে খাদে, চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
নওগাঁয় ট্রাক উল্টে খাদে, চালক-হেলপার নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রানীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজনের মধ্যে ট্রাক চালক সুমন মিয়ার (৩২) পরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম শামছুল আলম। তবে হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে এবং অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।