ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরেই পদোন্নতি পাচ্ছেন ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
ডিসেম্বরেই পদোন্নতি পাচ্ছেন ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবরা

ঢাকা: ডিসেম্বর মাসেই প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান৷ 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন এসব তথ্য জানান নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের এই অতিরিক্ত সচিব৷ 

অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান বলেন, প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন  উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি৷ এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন৷’ আমরা ওইটা নিয়েই কাজ করছি৷ দুই-একে দিনের মধ্যে এই কাজ হয়ে গেলে আমরা একটি ডেট নিয়ে এটা করে দেব৷ 

তিনি বলেন, যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিং) রয়েছে  তারা পদোন্নতি পাবেন না৷ ১৯৪ জনের সবাই তো যোগ্য না৷ বিভিন্ন ধরনের রিপোর্ট আছে৷ যারা যোগ্যদের পদোন্নতি দেওয়া হবে।  

ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করতে চেষ্টা করছেন বলেও জানান তিনি।

 

এর আগে ১৮ নভেম্বর এ মন্ত্রণালয়ের সাবেক এপিডি মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করব। বিষয়টি ইতিবাচকভাবে দেখার জন্য ইতোমধ্যে বোর্ডকে বলেছি। বোর্ড দেখে একটি সিদ্ধান্ত নেবে। যারা একটু বেশি সিনিয়র এবং যারা একটু দেরিতে উপসচিব হয়েছেন তাদেরকে আমরা আগে বিবেচনা করব। আমরা তাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব।

তিনি বলেন,পদোন্নতির ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যেখানে বলা হয়েছে যদি কারো মোট চাকরিকাল ১৫ বছর হয় এবং উপসচিব হিসেবে তিনি ৫ বছরের অধিক দায়িত্ব পালন করেন তাহলে তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতির দেওয়ার একটি বিধান রয়েছে। এছাড়া যদি কারো মোট চাকরিকাল ২০ বছর হয় এবং উপসচিব হিসেবে তিনি ৩ বছরের অধিক দায়িত্ব পালন করেন তাহলে তাকেও যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়ার একটি বিধান রয়েছে।  

এই সুবিধা দেওয়ার জন্য তাদের বিষয়টি এসএসবিতে তোলা হবে বলে জানান আব্দুর রউফ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।