ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের সাংবাদিক ইফতির মা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বাংলানিউজের সাংবাদিক ইফতির মা মারা গেছেন

ঢাকা: অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ক্রাইম বিভাগের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতির মা রাজিয়া সুলতানা মারা গেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে সাংবাদিক প্লটে নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, সকালে বুকে ব্যথ্যা অনুভব করছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। তিনি ডায়াবেটিস, কিডনির সমস্যায় ভুগছিলেন।

বুধবার বেলা ১১টায় মিরপুরের কালশীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পিরোজপুরের কদমতলীতে তাকে দাফন করা হবে। এর আগে ২০২০ সালের ৫ জুন সাংবাদিক ইফতির বাবা মারা যান।

মিরাজ মাহবুব ইফতির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক লুৎফর রহমান হিমেল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজ মাহবুব ইফতি।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।