পিরোজপুর: অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ক্রাইম বিভাগের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতির মা রাজিয়া সুলতানার (৬০) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় দ্বিতীয় জানাজা শেষে পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলিয়ারী গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার (০৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে সাংবাদিক প্লটে নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সকালে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন।
বুধবার বেলা ১১টায় মিরপুরের কালশীতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০২০ সালের ৫ জুন সাংবাদিক ইফতির বাবা মাহাবুব আলম মারা যান।
সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি তার মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ