ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লা নগরীতে সুপারশপ কর্মীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
কুমিল্লা নগরীতে সুপারশপ কর্মীকে হত্যা

কুমিল্লা: কুমিল্লা নগরীর অশোকতলায় একটি সুপারশপের কর্মী সজিব হোসেন বাবুকে (২২) হত্যা করেছে দুর্বৃত্তরা।  

নিহত সজিব দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

তারা অশোকতলা এলাকায় ভাড়া থাকতেন।  

নগরীর অশোকতলা রেলগেটে এ ঘটনা ঘটে। বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে জীবন নামে এক যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নয়নসহ কয়েকজন মিলে সজিবকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে মৃত ভেবে অশোকতলা রেল লাইনের পাশে ফেলে রেখে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, অপরাধীদের ভয়ে এলাকায় মরদেহ নিতে ভয় পাচ্ছে স্বজনরা।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে থানা পুলিশসহ সেনাবাহিনী কাজ করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।