ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের সড়কে নভেম্বরে ঝরল ৩২ প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
সিলেটের সড়কে নভেম্বরে ঝরল ৩২ প্রাণ প্রতীকী ছবি

সিলেট: নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়কে ২৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ৩৪ জন।

নিহতদের মধ্যে ১৭ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, তিনজন আহত হন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হন এবং হবিগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হন।

নভেম্বরে বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন মোটরসাইকেল আরোহী, ৯ জন সিএনজি চালিত অটোরিকশাচালক, লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিহত ৩২ জনের ২৪ জনই পুরুষ, ৫ জন নারী এবং শিশু রয়েছে ৩ জন।

নিরাপদ সড়ক চাই–এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও নিসচা সিলেটের সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বিভাগীয় কমিটি।

এর আগে গত অক্টোবরে নিসচা সিলেট বিভাগীয় কমিটির দেওয়া তথ্যমতে, চার জেলায় ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।