ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরার শালিকা উপজেলার সীমাখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুর ইসলাম নামে এক আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (৪ নভেম্বর) সীমাখালী এলাকার পিএস ইটভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নুর ইসলাম ডুমুরশিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুর ইসলাম মোটরসাইকেলে করে মাগুরা থেকে যশোর যাচ্ছিলেন। পথে সীমাখালী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। তবে এ সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।  

মাগুরা হাইওয়ে থানার ওসি আলমগীর কোভিদ বলেন, মাগুরা-যশোর হাইওয়ে সড়কের সীমাখালী এলাকায় রাস্তার ওপর এক মোটরসাইকেল আরোহীর মরদেহ পড়েছিল। তবে কেউ তাকে রাস্তার ওপর ফেলে গিয়েছে কি না তা জানতে পারিনি। তার পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে জানা যায় তিনি মোহাম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের বাসিন্দা। যশোর যাওয়ার পথে হিমাখালী এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।