ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন তিন সাংবাদিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন তিন সাংবাদিক

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪’ পেয়েছেন তিনজন সাংবাদিক।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

 

২০২৪ সালে টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার আঞ্চলিক সংবাদপত্র বিভাগের বিজয়ী হয়েছেন, একুশে পত্রিকার প্রধান শরিফুল হক রোকন। জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন দ্য ডেইলি স্টার পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক জায়ম ইসলাম। টেলিভিশন বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের আল আমিন হক অহন।

এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমকে প্রামাণ্য চিত্র বিভাগে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।