ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
বাগেরহাটে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে দেশি-বিদেশি অস্ত্রসহ সুমন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রামদা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ জব্দ করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সুমনের বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুমনের বিরুদ্ধে এর আগেও মোরেলগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।